Tuesday, March 27, 2018

বৈশাখী সাজে ওরা


একসময় বৈশাখ মানেই ছিল মেলা। বৈশাখী মেলা। খোলা মাঠে থরে থরে সাজানো মাটির পুতুল, কাচের চুড়ি, রঙিন ফিতা, হাওয়াই মিঠাই, বায়োস্কোপ আর নাগরদোলা। মা-বাবার হাত ধরে ছোট্ট শিশুর মেলাজুড়ে টইটই। ফেরার পথে এক হাতে মিছরির তৈরি একটা হাতি নয়তো ঘোড়া। গ্রামের দিকে টিকে থাকলেও শহুরে জীবনে এমন মেলা এখন বলতে গেলে উধাও। এই বৈশাখী মেলা সবচেয়ে বেশি আকর্ষণ করে শিশুদের, আর বায়নাও তাদের সবচেয়ে বেশি।

বিশেষ এই দিনটিতে বাড়ির ছোট সদস্যটিরও চাই রঙিন পোশাক। বৈশাখে শিশুকে কী পরাবেন, তা নির্ভর করবে অনেক কিছুর ওপর। কিন্তু কয়েকজন মায়ের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁরা সন্তানের আরামকেই দিচ্ছেন প্রথম প্রাধান্য। আজকাল স্কুলগুলোতেই বৈশাখের অনুষ্ঠানে লাল–সাদা পোশাক পরতে বলা হয়। স্কুলের বেঁধে দেওয়া ড্রেস কোড অনুযায়ী সন্তানের বৈশাখের পোশাক কিনে ফেলতে পারেন। পয়লা বৈশাখ আর স্কুলের অনুষ্ঠানে আলাদা পোশাক পরাতে চান, তাহলে পয়লা বৈশাখের দিন বেগুনি, সবুজ, ম্যাজেন্টা, কমলা ও হলুদের মতো উজ্জ্বল রঙের সমন্বয়ে কোনো ঐতিহ্যবাহী পোশাক পরাতে পারেন। মেয়েদের ক্ষেত্রে এই পোশাক হতে পারে শাড়ি বা সালোয়ার–কামিজ। ছেলেশিশুদের ক্ষেত্রে পাঞ্জাবি, পায়জামা, ধুতি, টি-শার্ট বা ফতুয়া। চাইলে লুঙ্গিও পরাতে পারেন। এখন ফ্যাশনে সবাই চায় চলতি ধারা অনুসরণ করতে। তবে বড়দের ফ্যাশনে যত দ্রুত পরিবর্তন আসে ছোটদের ক্ষেত্রে কিন্তু ততটা নয়। বড়দের পোশাকের কিছু কিছু ধারাই বরং ঢুকে পড়ে শিশুদের পোশাকে। তবে শিশুদের পোশাকের ‘ট্রেন্ড সেটার’ মূলত মায়েরা। মা যেমন পোশাক পরাতে চান, শিশু তেমন পোশাকই পরবে। একজন মা-ই বোঝেন তাঁর শিশুকে কেমন পোশাক পরলে মানাবে, কোনটাতে তারা আরাম পাবে।

Monday, March 26, 2018

দলে চলে রাঙাচ্যাগা


প্রজনন মৌসুমে পুরুষটির পেটে ঘন-কালো রঙের একটা তুলির টান যেন মেরে দেয় প্রকৃতি। সেটা অক্টোবরের দিকে বাংলাদেশে আসার পরও থাকে কিছুকাল। এমনিতে এদের পিঠ-ডানার উপরিভাগ ও মাথার তালু ঘন লালচে-জলপাইরঙা, তার ওপরে ছোট-বড় কালচে ছিট ছোপ থাকে। বুক-পেট-পেটের দুপাশসহ গলা সাদা, চোখের ওপর দিয়ে উপুড়-তৃতীয়ার চাঁদের মতো সাদা ভ্রুরেখা খুবই সুন্দর। চোখের পাশটা জলপাই-লালচে। চোখের মণি কালো। পা ও পায়ের আঙুল কালচে-বাদামি। নখর কালো। লেজের অগ্রভাগের ওপরের অংশও কালো। এদের লকলকে-আঠালো ও কিছুটা ধারালো জিবটার রং পান্না-নীলচে। গ্রীষ্মকালে সব রংই ম্লান হয়ে যায়। পুরুষটির বুক-পেটের কালো রংও উধাও হয়ে যায়।
দলে চলা ও দলে থেকে খাবার অন্বেষণে এরা পরিকল্পনামতো এগোয়। অন্যান্য চর-মোহনাচর পাখিদের সঙ্গেও ঝাঁক বাঁধে। মূল চারণক্ষেত্র দ্বীপচর, সাগরসৈকত, কম জলের জলাভূমি, নদী-চর-হাওর-বাঁওড়-বিল-ঝিল ইত্যাদি। সাগর-নদীতে ভাটার টান লাগতেই পিলপিল পায়ে অসম্ভব দ্রুততায় এগোয় ও খাবার খোঁজে, সৈকতে জল ধেয়ে আসে, আবারও নেমে যায়, ধেয়ে আসে আবারও। মূল খাদ্য এদের নানান জাতের জলপোকা-লার্ভা-সাদা সুতোপোকা ও অন্যান্য পোকামাকড়। বালুও খায়, খায় লোনা মাটি। ভয় পেয়ে ঝাঁক বেঁধে ওড়ে যখন, তখন আকাশে পুঁটি মাছের ঝাঁকের মতো কাত হয় টলটলে জলের তলায় রুপালি ঝিলিক মারার মতো এই পাখিদের বুক-পেটে শীতের রোদের ঝিলিক দেখা যায়, সে দৃশ্য নান্দনিক-সৌন্দর্যে ভরপুর।
শীতের পরিযায়ী এই পাখিদের নাম ‘বাঁকাঠোঁট চা পাখি’। ফকিরহাট-বাগেরহাটে পরিচিত ‘রাঙাচ্যাগা’, ‘ঝিলিক চ্যাগা’ ও ‘পুঁটে চ্যাগা’ নামে। ইংরেজি নাম Dunlin। বৈজ্ঞানিক নাম calidris alpin। দৈর্ঘ্য ১৮-২৩ সেন্টিমিটার। ওজন গড়পড়তা ৪৫ গ্রাম।
যেসব দেশে বাসা করে এরা, সেখানে মাটিতে-ঘাসবনে-লতা-শিকড় দিয়ে বাসা বানিয়ে ডিম পাড়ে চারটি। ডিম ফোটে ২০-২২ দিনে।

Learning


Homework


Sunday, March 25, 2018

ঝিনুক থেকে কয়েকটি শিক্ষা


ঝিনুক থেকে কয়েকটি শিক্ষা -
--------------------------------------------
(১) মুরগী ডিম দেয়। একটি ডিমের দাম মাত্র দশ টাকা। কিন্ত ডিম দিয়েই ‘খকখক’ আওয়াজ করে সারা বাড়ির লোকদের জানিয়ে দেয় সে ‘ডিম’ প্রসব করেছে।অথচ ঝিনুক। লক্ষ টাকার মুক্তো প্রসব করে।
নিরবে,নিভৃতে থাকে ।তুমি ঝিনুকের মত
দামি হতে চাও? ক্ষুদ্র আমল করে জাতিকে জানিয়ে দেয়ার ঘৃণ্য মানসিকতা পরিহার কর।
(২) বৃষ্টির পানি দিয়ে ঝিনুকের পেটে তৈরি হয় মুক্তো। আর এই পানি গ্রহনের জন্য সে সময় বাছাই করে অমাবস্যার রজনী।
যখন চারিদিকে বিরাজ করে ঘুটঘুটে অন্ধকার। তুমি মালিকের নৈকট্য চাও?ওঠে যাও শেষ রাতে। যখন দুনিয়ার তামাম মাখলুকাত ঘুমের ঘরে আচ্ছন্ন। লুটে পড়ে যাও সিজদায়।
(৩) ঝিনুক মাত্র এক ফোঁটা বৃষ্টির জন্য দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করে। কখনো সে বিরক্ত হয়না। ধৈর্য হারাহয় না। তুমি জীবনে উন্নতি করতে চাও?’সবর’ কে গলার মালা হিসেবে গ্রহণ কর।
কখনো কোন কাজে বিরক্তির কোন ভাব যেন তোমার চেহারায় ফোটে না ওঠে।
(৪)ঝিনুক একফোঁটা বৃষ্টিজল নিয়েই
সে তৃপ্ত থাকে। তার হাজার ফোঁটার দরকার হয়না। তুমি জীবনে সুখী হতে চাও? ‘কানাআত’ তথা অল্পে তুষ্ট থাকো।কখনও হা-হুতাশ হয়ও না।

Sponsor