Friday, March 31, 2017

২০ ওভারে ২ উইকেট হারিয়ে তুলেছে ১১২ রান।


প্রথমবারের মতো স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিততে মাঠের লড়াইয়ে নেমেছে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা সফরকারী বাংলাদেশ। এ রিপোর্ট লেখা অবধি লঙ্কানরা ২০ ওভারে ২ উইকেট হারিয়ে তুলেছে ১১২ রান। সিরিজ নিশ্চিত করতে লাল-সবুজদের একাদশে কোনো পরিবর্তন আসেনি।
কুশল মেন্ডিস ১৬ রানে ব্যাট করছেন, সঙ্গী দিনেশ চান্দিমাল (১২)। ইতোমধ্যে ২৫ রানের জুটি গড়েছেন তারা। এদিকে, এই জুটিকে চেপে ধরার চেষ্টা করছেন সাকিব, মোস্তাফিজরা।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগারদের দলপতি মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মাঠে নামে দুই দল।

কী দারুণ ঐকতান এখানে

সিনিয়র ও জুনিয়র! বাংলাদেশের ড্রেসিংরুমে তির তির করে বয়ে যাওয়া একটি বিভক্তিরেখা আছে। কতবার, কত অজস্রবার যে এটি শোনা গেছে!
দল জিতলে ঐক্যের জয়গান ওঠে। সিনিয়র-জুনিয়র সবাই মিলে ঐক্যবদ্ধ বলেই তো এমন সাফল্য! আবার দল হারলে অদৃশ্য কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হয় অনেক সিনিয়র ক্রিকেটারকে। যদিও দিন শেষে এই জ্যেষ্ঠতা বা নবীনত্ব দিয়ে দলের কৃতিত্বকে কখনো মাপা যায় না।
মাশরাফি-মুশফিক-তামিম এই তিন ক্রিকেটার কখনো সংবাদ সম্মেলনে, কখনো ব্যক্তিগত আলাপচারিতায় এই সিনিয়র-জুনিয়র ব্যাপারটি নিয়ে কথা বলতে বিরক্তিবোধ করেন। তাঁদের কথা, সবাই মিলেই একটি দল।

বাদাম কেন খাবেন?

খাবারের সঙ্গে বাদাম যুক্ত করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে হৃদ্‌রোগের ঝুঁকি অনেক কমে যাবে। বাদাম হচ্ছে শক্তি, প্রোটিন ও ভালো চর্বির উৎস। তাই খাদ্যতালিকায় নিয়মিত বাদাম রাখা দরকার। অনেক ধরনের বাদাম পাওয়া যায়। এর মধ্যে চিনাবাদাম, আখরোট, কাজু ও পেস্তাবাদাম খেতে পারেন। সুস্থ থাকতে খাবারের সঙ্গে নানাভাবে বাদাম যুক্ত করতে পারেন।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা বাদাম নিয়ে সম্প্রতি একটি গবেষণা করেছেন। তাঁরা বলছেন, খাবারের সঙ্গে বাদাম মিশিয়ে খেলে হৃদ্‌রোগের ঝুঁকি এড়ানো যায়। হার্ট অ্যাটাক ও স্ট্রোক থেকে দূরে থাকা যায়। খাবারের পরপর রক্তে লিপিড ও ট্রাইগ্লিসারাইডসের মতো একধরনের চর্বি রক্তে বেড়ে যায়, যা হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়।

জয়োৎসবের আবহে মেঘের আনাগোনা

এই মেঘ এসে ঢেকে দিচ্ছে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠের আকাশ, খানিক পর লাজুকভাবে উঁকি দিয়ে যাচ্ছে সূর্য। দিনভর মেঘ-রোদ্দুরের লুকোচুরি খেলা কাল চলল কলম্বোয়।
আজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়ের সম্ভাবনা নিয়েও এমন লুকোচুরি খেলবে বৃষ্টি? মাঠকর্মীরা মাঠ ও উইকেট প্রস্তুতির শেষ কাজটুকু সেরে নিচ্ছেন। তার মধ্যে টুকটাক ব্যাটিং-বোলিং অনুশীলন চলল মাশরাফির দলের। কিন্তু যতবার ওঁদের অনুশীলনের দিকে চোখ গেল, ঠিক ততবারই চোখ গেল আকাশে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কাকে সত্যিই এক বড় প্রতিপক্ষ মনে করছে বাংলাদেশ। এবং আশ্চর্য যে শ্রীলঙ্কার কাছেও এটি এখন প্রতিপক্ষ!
ডাম্বুলার দ্বিতীয় ওয়ানডের মতো আজকের দিনের ম্যাচটিও যদি তৃষ্ণার্ত বৃষ্টির পেটে চলে যায়, লাভ হবে বাংলাদেশের। ক্ষতিটা শ্রীলঙ্কার। একটা ম্যাচ জিতেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ। তবে প্রতিজ্ঞায়, প্রতিশ্রুতি আর আকাঙ্ক্ষায় নিবিড় থাকা মাশরাফির দলকে দেখে মনে হয়নি, পরীক্ষা না দিয়েই তারা উত্তরণের গৌরবে ভাসতে চায়।

টসে জিতে ফিল্ডিংয়ে মাশরাফিরা

জিতলেই সিরিজ বাংলাদেশের। প্রথম জয়টা অবশ্য পেয়ে গেছেন মাশরাফি বিন মুর্তজা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে সিরিজে প্রথমবারের মতো টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই। সিরিজ হার এড়াতে খেলতে নামা শ্রীলঙ্কা দলে আছে একটি পরিবর্তন। নুয়ান প্রদীপের জায়গায় খেলছেন সাচিথ পাথিরানা।
টসে জিতে ফিল্ডিং নেওয়ার ব্যাখ্যা ডিন জোন্সকে দিয়েছেন মাশরাফি, ‘উইকেটে কিছুটা ঘাস আছে। শুরুতে এখানে বোলাররা সুইং পাবে বলেও মনে হচ্ছে আমার।’ শ্রীলঙ্কাকে কত রানে আটকে রাখতে পারলে খুশি হবেন মাশরাফি?

Thursday, March 30, 2017

শ্রীলঙ্কা বনাম শ্রীলঙ্কা!

কেউ তাঁকে ডাকছেন উপুল, কেউ চন্ডিকা, কেউবা শেষ নামটিকে সংক্ষিপ্ত করে হাথু। আর তিনি উপুল চন্ডিকা হাথুরুসিংহে একবার সাথি কুমারাস্বামী প্যাভিলিয়নের দিকে যাচ্ছেন, সেখান থেকে ফিরছেন মহাদেবন সত্যশিবম প্যাভিলিয়নের দিকে। কখনো তাকাচ্ছেন মাঠের পাশের তালগাছগুলোর দিকে, কখনো চোখ উঁচু মাটির ঢিবির গ্যালারিতে।
তামিল ইউনিয়ন ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাবের মাঠ পি সারা ওভাল যে হাথুরুসিংহের হৃদয়ের খুব কাছাকাছি। এখানেই তাঁর ক্রিকেট ক্যারিয়ার পাপড়ি মেলেছিল। ২০ বছর বয়সে ১৯৮৮-৮৯ মৌসুমে তামিল ইউনিয়ন ক্লাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। ১৭ বছর পর এখানেই শেষ করেছেন খেলোয়াড়ি ক্যারিয়ার। এর মাঝে শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ২৬টি টেস্ট ও ৩৫টি ওয়ানডে।

অন্য ভূমিকায় মোস্তাফিজ

শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা বাংলাদেশের কোন বোলারকে সবচেয়ে বেশি ভয় পায়? কাকে আবার, মোস্তাফিজুর রহমানকে! পি সারা ওভালে চতুর্থ দিন শেষেই সেটি বলে দিয়েছিলেন শ্রীলঙ্কার টেস্ট ওপেনার দিমুথ করুনারত্নে, ‘ওকে (মোস্তাফিজ) খেলা খুব কঠিন। কখনো কাটার করছে কম গতিতে, কখনো জোরের সঙ্গে। বলের লাইন-লেন্থ বদলে ফেলছে, ও আসলে দুর্দান্ত।’
সেই মোস্তাফিজকে প্রথম দুটি ওয়ানডেতে খুব উজ্জ্বল দেখা গেল না। প্রথম ম্যাচে সবচেয়ে খরুচে হলেও ৫৬ রানে নিয়েছিলেন ৩ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে তো বেশ হতাশ করলেন, ৮ ওভারে বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ৬০ রান দিয়ে উইকেট পেলেন মাত্র ১টি। একটি নো-বলের সঙ্গে ওয়াইড করেছেন দুটি। লাইন-লেন্থ খুঁজে পেতে রীতিমতো হয়রান, এক ওভারে তো দিলেন ২০ রান। ওকে শাসন করেই বলগাহীন ছুটল শ্রীলঙ্কার রানের গতি।

নুনের যত গুণ



রাজা তাঁর তিন মেয়ের কাছে জিজ্ঞেস করেছিলেন, ‘আমাকে তোমরা কেমন ভালোবাসো?’ ছোট মেয়ে উত্তরে বলেছিল, ‘নুনের মতো।রাজা গিয়েছিলেন খেপে। কিন্তু শেষমেশ বুঝতে পেরেছিলেন, নুনের কত গুণ! আজকাল স্বাস্থ্য সচেতনতার কারণে নুন বা লবণের গুণের চেয়ে ক্ষতিকর প্রভাব নিয়েই বেশি আলোচনা হয়। এই আলোচনা যে অযৌক্তিক, তা- নয়। তবে আজ আমরা নুনের আরও কিছু গুণের কথা জেনে নিই চলুন

. মশা কামড়ালে জ্বলুনি কেমন, সেটার আর ব্যাখ্যার প্রয়োজন নেই। কেউ কেউ তো বেশি চুলকাতে গিয়ে ক্ষতই সৃষ্টি করে ফেলেন। ক্ষেত্রে লবণের সঙ্গে সামান্য পরিমাণে পানি মিলিয়ে ত্বকে ঘষুন, জ্বলুনি কমে যাবে



. তামা বা পিতলের তৈজসপত্র ময়লা হলে দেখতে ভালো লাগে না। লবণের সঙ্গে লেবুর রস মিশিয়ে তামা বা পিতলের জিনিসপত্র মেজে নিন, ঝাঁ চকচকে হয়ে উঠবে। লবণের সঙ্গে ভিনেগার এবং ময়দাও মিশিয়ে নিতে পারেন

. কড়াই বা প্যানে কিছু ভাজার জন্য তেল ঢাললে অনেক সময় ছিটে আসে। গরম কড়াই বা প্যানে তেল ঢালার আগে একটুখানি লবণ ছিটিয়ে দিন, তেল ছিটে আসবে না

. মোমবাতি জ্বললে মোম গলবে এবং মোমও গলে পড়বে। কারণে মোমদানি বা টেবিল নষ্ট হওয়ার ঝামেলাও থেকে যায়। মোম জ্বালানোর আগে লবণ-পানিতে মোমটা চুবিয়ে নিন। তারপর মোমটা শুকিয়ে জ্বালান। মোম আর গলে গলে পড়বে না


. জুতার গন্ধ ভীষণ অস্বস্তিকর একটা ব্যাপার। তাই ছোট একটা কাগজে লবণ ভরে জুতার ভেতরে রেখে দিন। অথবা লবণ ছিটিয়েও দিতে পারেন জুতার ভেতরে। গন্ধ দূর হবে


. পিঁপড়ার দৌরাত্ম্য বেড়ে গেছে? চামচ পানির সঙ্গে চামচ লবণ মিশিয়ে দ্রবণ তৈরি করুন। সেই দ্রবণ ছিটিয়ে দিন পিঁপড়ার আস্তানায় বা যেসব জায়গায় পিঁপড়ার উৎপাত বেশি। শুধু লবণ ছিটিয়ে দিলেও উপকার পাবেন
সূত্র: ব্রাইটসাইড ডটকম

Wednesday, March 29, 2017

‘হ্যাটট্রিকটা হয়েই গেল!’

দলের মধ্যে তাসকিন আহমেদের উপস্থিতি এমনিতেই একটু আলাদাভাবে দৃষ্টি কাড়ে দীর্ঘদেহী, সুদর্শন, মুখে হাসি লেগে থাকে সারাক্ষণ কাল আরও বেশি করেই যেন তাসকিন সবাইকে টানলেন
অন্য ক্রিকেটাররাও লবিতে নামলে সাড়া পড়ে গেছে আলিয়া রিসোর্টের কর্মীদের মধ্যে কিন্তু তাসকিন নামলে তাঁদের মধ্যে চাঞ্চল্যটা যেন একটু বেশিই হলো কারণ ক্রিকেটের আসল গ্ল্যামার হলো পারফরম্যান্স ২২ গজে আপনি ব্যাটিং কিংবা বোলিংয়ে জ্বলে উঠুন, পাদপ্রদীপের আলো আপনাকে ঘিরে ধরবেই ডাম্বুলায় পরশুর পরিত্যক্ত ম্যাচে তাসকিনই সবটুকু আলো কেড়ে নিয়েছেন শেষ ওভারে ওই হ্যাটট্রিকটি করে টেস্ট, ২৫ ওয়ানডে ১৪ টি-টোয়েন্টির আন্তর্জাতিক ক্যারিয়ারে যেটি তাঁর প্রথম হ্যাটট্রিক

বাংলাদেশে শীর্ষ ধনী কে?

একটা সময় লাখের বাতি জ্বালানোর প্রচলন ছিল। কেউ লাখপতি হলে বাড়ির সামনে উঁচুতে একটা বাতি বেঁধে দেওয়া হতো। আর তাতেই লোকে বুঝতে পারত, এটা লাখপতির বাড়ি। এই লাখের বাতির কথা কেবল বইতেই পড়েছি। দেখার কোনো সুযোগ হয়নি। দুই সপ্তাহ আগে একটা সংবাদ পড়ে ক্ষীণ একটা আশা জেগেছিল লাখের বাতি দেখার। চীনের একটি সংস্থা খবর দিল যে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় বাংলাদেশের একজনের নাম আছে। আর তিনি হলেন সালমান এফ রহমান। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। আবার আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টাও তিনি।

এক দৃশ্যের জন্য তিন কোটি রুপি?

বাজেটের দিক থেকে ইদানীং দক্ষিণ ভারতের ছবিই এগিয়ে আছে। এখন পর্যন্ত ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি ধরা হয় এস এস রাজামৌলির বাহুবলী ২ কে। ২০০ কোটি রুপি বাজেট নিয়ে তৈরি এই দক্ষিণী ছবি এখন মুক্তির অপেক্ষায়।

এর মধ্যেই খবর এসেছে, দক্ষিণ ভারতের আরেকটি ছবিতে মাত্র একটি দৃশ্যের জন্যই নাকি ব্যয় করা হয়েছে আনুমানিক তিন কোটি রুপি। নাম ঠিক না হওয়া এই ছবির পরিচালক গজনী-খ্যাত নির্মাতা এ আর মুরুগাদোস।

সেই ব্যয়বহুল দৃশ্যটি অ্যাকশনধর্মী হবে বলে জানিয়েছে একটি সূত্র। ছবির কলাকুশলীরা এখন ভিয়েতনামে ছবির শুটিং করছেন। এর আগে অন্য কোনো ভারতীয় ছবির মাত্র একটি দৃশ্যের জন্য এত অর্থ ব্যয় করা হয়েছে বলে তথ্য পাওয়া যায়নি।

ব্যয়বহুল সেই দৃশ্যটিতে দক্ষিণী তারকা মহেশ বাবুকে দেখা যাবে। তাঁর সঙ্গে এই দৃশ্যে কাজ করবেন বেশ কয়েকজন স্টান্টম্যানও।

Monday, March 27, 2017

শুরুতেই ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের

প্রথম ওভারের শেষ বলে অফ সাইডে শট খেলতে গিয়ে আসিফ শেখের হাতে ধরা পড়েন আজমির আহমেদ () তৃতীয় ওভারে শরদ ভেসকরকে ক্যাচ দিয়ে ফেরেন প্রথম ম্যাচের অপরাজিত হাফ সেঞ্চুরিয়ান সাইফ হাসান () নিজের তৃতীয় দলীয় পঞ্চম ওভারে অবিনাশের শিকার এবার মোহাম্মদ মিথুন () পরে নাজমুল হোসাইন শান্তও () দ্রুত ফিরে যান।  
এরপর দলের হাল ধরেন জাতীয় দলের দুই খেলোয়ার ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক (৪৩) নাসির হোসেন (১৪) দলেরও আস্থা হয়ে আছেন তারা।  
প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে চার উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭২ রান।

Sponsor