Thursday, March 16, 2017

আবারও দেখা যাবে বাংলাদেশ-ভারত ক্রিকেট যুদ্ধ

স্বাধীনতার ৭০ বছর পালন উপলক্ষে আগামী বছর একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেখানে স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়া অংশ নেবে বাংলাদেশ ও ভারত। বুধবার বাংলাদেশের শততম টেস্টের দিন এমনটিই জানিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান থিলাঙ্গা সুমাথিপালা।  তবে সিরিজটি টি-টোয়েন্টি না একদিনের সিরিজ হবে তা স্পষ্ট করা হয়নি। খবর ক্রিকবাজ ডট কমের।

খবরে বলা হয়, বুধবার পি সারা ওভালে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি মাঠে গড়ানোর পর বৈঠকে বসেন শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। সেখানে শ্রীলঙ্কার ৭০তম স্বাধনীতা দিবস উপলক্ষ্যে লঙ্কান বোর্ড প্রধান একটি সিরিজ আয়োজনের প্রস্তাব করলে সাড়া দেয় (বিসিবি) ও বিসিসিআই।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশটির ৭০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ২০১৮ সালের ১৫ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি২০ ক্রিকেট টুর্নামেন্ট। যার ভেন্যু হবে কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়াম।

No comments:

Post a Comment

Sponsor