Thursday, March 2, 2017

শিক্ষার্থীদের জন্য সেরা শহর মন্ট্রিয়ল

ফ্রান্সের প্যারিসকে হটিয়ে এ বছর শিক্ষার্থীদের জন সেরা শহরের তালিকার শীর্ষ স্থানটি দখল করে নিয়েছে মন্ট্রিয়ল। আন্তর্জাতিক এই র‌্যাংকিংয়ে ৪ বছর ধরে শীর্ষে ছিল প্যারিস।
কিউএস’র বেস্ট স্টুডেন্ট সিটি তালিকা করা হয়েছে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং থেকে। প্রতি বছর এই র‌্যাংকিং প্রকাশ করা হয়।
সেখানে আরও জানানো হয়, শিক্ষার্থীরা এখন কানাডায় যেতে দারুণ আগ্রহী। আর চলতি বছরে এ আগ্রহ আরও বেড়ে যাবে। কিন্তু ট্রাম্পের চাপের কারণে স্টুডেন্ট ভিসা প্রদানের নিয়মের ক্ষেত্রে নিয়মের পরিবর্তন ঘটালে হঠাৎ করেই তৈরি হওয়া এই শিক্ষা খাতের বাজারে ধস নামতে পারে বলেও জানানো হয়েছে। এ শহরটি শীর্ষে থাকার কারণ হিসেবে বলা হয়েছে, এখানে দুই ভাষাভাষী শিক্ষার্থীদের জন্যই পৃথক বিশ্ববিদ্যালয় রয়েছে। আপনি চাইলে ইংরেজি ভাষায় ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন অথবা ফ্রান্স ভাষায় ইউনিভার্সিটি দ্য কিউবেক মন্ট্রিয়লে লেখাপড়া করতে পারেন। বিবিসি

No comments:

Post a Comment

Sponsor