বিনোদন

শুটিংয়ে আছড়ে পড়ে হাসপাতালে প্রিয়াংকা


 




আমেরিকার জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র শুটিং করতে গিয়ে আছড়ে পড়ে হাসপাতালে ভর্তি হলেন দেশী গার্লখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাথায় আঘাত পেয়েছেন বলে ভারতের একাধিক মিডিয়ার খবরে বলা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হলেও কয়েকদিন তাকে বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। আগামী সপ্তাহের শুরুতেই তিনি ফের কাজে যোগ দেবেন বলে জানিয়েছে প্রযোজক সংস্থা। এদিকে প্রিয়াংকাকে ছাড়া শুটিং কিছুক্ষণ বন্ধ থাকলেও পরে তা আবার শুরু হয়। যতদিন না প্রিয়াংকা সুস্থ হয়ে ফেরেন, ততদিন তাকে ছাড়াই অন্যদের নিয়ে শুটিং চলবে।

উপেক্ষিত ‘পিংক’



ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। সেখানে অনেক আলোচিত সিনেমা ও অভিনয়শিল্পী উপেক্ষিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সমালোচনাও হয়েছে বেশ। এবার মুখ খুললেন ‘পিংক’ অভিনেত্রী তাপসি পান্নু।
তাপসি বলেন, এই বছরের সকল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপেক্ষিত ছিল ‘পিংক’ ছবিটি। শুধু একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানকেই দোষী করা যাবে না। তিনিও পুরস্কারের জন্য উপেক্ষিত হয়েছেন। ফিল্ম ফেয়ারে তাপসির ‘পিংক’ ছবিটি সেরা সংলাপ শাখায় পুরস্কার জেতে। এ ছাড়া ছবিটির আর কোনো অর্জন নেই। অথচ ছবিটি মুক্তির পর দারুণ সাড়া ফেলেছিল। তাপসি আরও বলেন, ‘পিংক’ কেমন ছবি ছিল তা প্রমাণিত হয়েছে। এর জন্য কোনো পুরস্কারের প্রয়োজন নেই। যদি ‘পিংক’কে কোনো পুরস্কার না দেওয়া হয় তাতে এর অর্জন কোনো অংশেই কমবে না। 
বছরের সফল অভিনেতাদের মধ্যে অন্যতম অক্ষয় কুমারেরও কোনো ছবি জেতেনি পুরস্কার, যেখানে তাঁর ২০১৬ সালে মুক্তি পাওয়া তিনটি ছবিই ছাড়িয়েছে ১০০ কোটি রুপির কোঠা। তিনি নিজেও পাননি কোনো পুরস্কার। বলিউড হাঙ্গামা

No comments:

Post a Comment

Sponsor