Saturday, January 28, 2017

সোনার মঞ্চে হীরা-বন্যা

শেষ তিরটা ছুড়েই চেয়ারে বসে পড়লেন রাদিয়া আক্তার। কান্নার দমকে কোনো কথা বলতে পারছিলেন না। আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে কাল তাঁকে টপকে ফাইনালে উঠেছেন বাংলাদেশেরই আরেক প্রতিযোগী হীরা মনি।

মুশফিক ফিরলেও ইমরুলকে নিয়ে অনিশ্চয়তা

কাল বেলা ১১টার দিকেই মুশফিকুর রহিমকে দেখা গেল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরের বাইরের নেটে। হালকা ব্যাটিং অনুশীলন করলেন আধা ঘণ্টা। একই নিয়মে অনুশীলন করবেন আজ-কালও। দলের সঙ্গে পূর্ণোদ্যমে অনুশীলন শুরু করবেন পরশু থেকে।

Friday, January 27, 2017

ভ্যানে গ্রাম ঘুরলেন প্রধানমন্ত্রী

চলেছে ভ্যান কোলে এক নাতনি পেছনে আরেকজন ভাগনে ভাগনের বউকে নিয়ে হাস্যোজ্জ্বল মুখে ঘুরছেন নিজ এলাকা গ্রামীণ পরিবেশে ফিরে গেলেন যেন সেই শৈশবে

Thursday, January 19, 2017

প্রচ্ছদ আন্তর্জাতিক বিবিধ বিশ্বের সবচেয়ে ‘গতিময়’ শহর বেঙ্গালুরু

বিশ্বের সবচেয়ে ‘গতিময়’ শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ভারতের বেঙ্গালুরু। সাম্প্রতিক এক জরিপের ভিত্তিতে বেঙ্গালুরু এই স্থান দখল করে। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষে বিশ্বের প্রথম ৩০টি ‘ডায়নামিক’ শহরের তালিকা প্রকাশ করেছে বহুজাতিক রিয়েল এস্টেট উপদেষ্টা সংস্থা জোনস ল্যাং ল্যাসেল।

Tuesday, January 17, 2017

ভাঁজ স্মার্টফোন কবে আসবে?



স্যামসাংয়ের পরবর্তী স্মার্টফোন ‘গ্যালাক্সি এস ৮’ নিয়ে প্রযুক্তিবিশ্বে নানা গুঞ্জন উঠেছে। অনেকেই ধারণা করছেন, ভাঁজ করা যায়, এমন ডিসপ্লেযুক্ত স্মার্টফোন এ বছরেই বাজারে ছাড়বে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। 

Monday, January 16, 2017

প্রচ্ছদ খেলা আন্তর্জাতিক ক্রিকেট ১২২ বছরের রেকর্ড ভাঙল বাংলাদেশ!

ক্রিকেটে আসলে শেষ বলে কিছু নেই! ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন শেষে তো নয়ই, চতুর্থ দিন শেষেও ভাবা কঠিন ছিল, এই ম্যাচ ফল দেখবে। চতুর্থ দিনের শেষ বিকেলে আগপর্যন্ত ম্যাচে এগিয়ে ছিল বাংলাদেশই। কিন্তু আজ পঞ্চম দিন টেস্ট ক্রিকেট দেখাল তার মাহাত্ম্য। অবিশ্বাস্য এক জয় নিয়ে মাঠ ছাড়ল নিউজিল্যান্ড।

আপনি নিজেকে অযোগ্য ভেবে হতাশায় ভুগছেন ???


যে বয়সে আপনি নিজেকে অযোগ্য
ভেবে হতাশায় ভুগছেন, ঠিক তার
চেয়েও কম বয়সে মালালা ইউসুফজাই
নোবেল পুরস্কার ছিনিয়ে এনে
পৃথিবীকে অবাক করে দিয়েছেন।

Sunday, January 15, 2017

এই তরুণীর তিন পা!

আজাকাল কত কিছুই তো ভাইরাল হয় ইন্টারনেটে যদিও সব কিছু সবার নজরেও তেমন পড়ে না তবে গত বছরে ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়া বহু ছবি বেশ কিছু মানুষের ভাগ্য বদলে দিয়েছিল যেমন পাকিস্তানের সেই নীল চোখের চা বিক্রেতা বা নেপালের সেই সুন্দরী তরকারিওয়ালি নতুন বছরেও এমন ছবি ভাইরাল হল ইন্টারনেটে

এভাবেও হারা যায়!

লেখা হলো এমন আরও কিছু রেকর্ড। সাকিব আল হাসান সপ্তম ব্যাটসম্যান হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি শূন্য পেয়েছেন। বছর পর নিউজিল্যান্ড ২০০ রানের বেশি লক্ষ্য তাড়া করে জিতল।

হানিমুনকে কেন 'হানিমুন' বলা হয়!

চার হাত এক হওয়া পর্যন্ত ঠিকই আছে কিন্তু গোলমাল বাঁধালো 'হানিমুন' বিয়ের পর নবদম্পতির বেড়াতে যাওয়াকে শব্দ দিয়ে বর্ণনা করা হয় কিন্তু বেড়ানো বললেই বা কী দোষ ছিল?

ব্যর্থতা মাধ্যমেই সফলতা আসে

সকলেই জীবনে সফলতা লাভ করতে চায়। কিন্তু সেই সফলতার জন্য নিজের মাঝে কি কি গুনাগুণ থাকা উচিত সে ব্যাপারটা অনেকেরই অজানা থাকে। এইখানে একজন কর্মক্ষেত্রে / জীবনে সফল মানুষের কিছু গুন বা যোগ্যতা তুলে ধরা হলো যা থেকে আমরা নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারিঃ

Saturday, January 14, 2017

ক্যাটরিনা এবার অক্সফোর্ডের বক্তা!



হিন্দি ভাষায় তার দুর্বলতা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে হিন্দিতে দুর্বল হওয়ায় অভিনয় নিয়েও বার বার প্রশ্নের মুখে দাঁড়াতে হয়েছে ক্যাটরিনা কাইফকে কিন্তু নিজের স্বাচ্ছন্দের ভাষায় কথা বলার সুযোগ হলে যে তিনিও উত্তর দিতে পারেন তা কফি উইথ করণ শো-তে এসেই তিনি দেখিয়ে দিয়েছেন

মাহমুদুল্লাহর জোড়া উইকেটে বিপর্যস্ত নিউজিল্যান্ড



ওয়েলিংটনে প্রথম টেস্টে বাংলাদেশের বিশাল সংগ্রহের জবাবে চতুর্থ দিন ব্যাট করছে নিউজিল্যান্ড প্রথম উইকেট ভালো কোনো বলে না পেলেও দ্বিতীয়টি ছিল চমৎকার এক ডেলিভারি

এবার তাসকিনের ‘সেঞ্চুরি’

চতুর্থ দিনের সকালটা একদমই ভালো গেল না তাসকিন আহমেদের। দিনের প্রথম স্পেলে কোনো উইকেট পাননি, উল্টো নাম লিখিয়েছেন অস্বস্তিকর এক রেকর্ডে। নিজের ২০তম ওভারের তৃতীয় বলেই ‘সেঞ্চুরি’ ছুঁয়েছেন তাসকিন।
এই টেস্টে এর আগেই নিউজিল্যান্ডের তিন পেসার ‘সেঞ্চুরি’ করে ফেলেছেন। তাসকিন তাই এ ক্ষেত্রে সঙ্গী পাচ্ছেন এ ‘কীর্তি’তে। আর ব্যাটিং স্বর্গে রূপ নেওয়া বেসিন রিজার্ভ এখনো পর্যন্ত যে ইঙ্গিত দিচ্ছে, খুব দ্রুতই আরও দু-একজন সতীর্থকে পেয়ে যাবেন অভিষিক্ত পেসার। চতুর্থ দিনের উইকেটেও কোনো ভাঙনের চিহ্ন নেই। প্রথম দিনে দেখা যাওয়া ঘাসগুলো যে ‘ওয়াল পেপার’ নয়, ‘স্ক্রিন সেভার’ ছিল সেটা তো দ্বিতীয় দিনেই দেখিয়ে দিয়েছেন সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। শুধু সাকিবই মাঝে মধ্যে ব্যাটসম্যানদের মধ্যে অস্বস্তি জাগাচ্ছেন।
বেসিন রিজার্ভের এমন বদলে যাওয়া রূপের কোপটা পরেছে তাসকিনের ওপর। অন্য দুই পেসার তবু নিউজিল্যান্ডের রান উৎসব কিছুটা সামলে নিতে পেরেছেন। কিন্তু তাসকিন ২০ ওভারে দিয়েছেন ১০০ রান। এই পেসারের পর ‘সেঞ্চুরি’ হতে পারে মিরাজেরও। গতকাল দলের প্রথম ইনিংসে ইতিহাসের প্রথম স্পিনার হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে বোলিং ওপেন করার রেকর্ড গড়া মিরাজ মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত দিয়েছেন ৯৮ রান। তাসকিন তবু একটা উইকেটে তুলে নিয়েছেন, মিরাজের সে সান্ত্বনাও নেই। মজার ব্যাপার এই মাঠে তাঁদের ৯ বছর আগেই বোলিংয়ে ‘সেঞ্চুরি’ পেয়েছেন আরেকজন। ২০০৮ সালের সে টেস্টে মাশরাফি বিন মুর্তজা ১০০ রান দিয়ে পেয়েছিলেন ২ উইকেট।
নিউজিল্যান্ডে মাশরাফির ১০০ রান দেওয়ার দ্বিতীয় ঘটনা এটি। ২০০১ সালে নিজের প্রথম সফরে হ্যামিল্টনেও ঠিক ১০০ রান দিয়েছিলেন মাশরাফি। সেদিন অবশ্য ৩ উইকেট পেয়েছিলেন ‘ম্যাশ’। ওই টেস্টেই ‘সেঞ্চুরি’ করেছেন আরেকজন। ১১৪ রান দিয়ে ৩ উইকেট পেয়েছিলেন মোহাম্মদ শরীফ। তবে এক টেস্টে সবচেয়ে বেশি ১০০ রান দেওয়ার সে রেকর্ডটি ২০১০ সালেই ভেঙেছেন বাংলাদেশের বোলাররা। ২০১০ সালে ওই হ্যামিল্টনেই বোলিংয়ে ‘সেঞ্চুরি’ করেছেন রুবেল হোসেন, শাহাদাত হোসেন ও শফিউল ইসলাম। সেদিন ১৬৬ রান দিলেও টেস্টে প্রথম ও এখনো পর্যন্ত শেষবারের মতো ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন রুবেল।
আজ মধ্যাহ্ন বিরতির পর নিউজিল্যান্ডকে দ্রুত অলআউট করতে না পারলে সে রেকর্ড হয়তো নতুন করেও লেখা হতে পারে!
source:prothomalo

৫৯৫ রানে ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ




ব্যাটিংয়ের নান্দনিক প্রর্দশনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ।ঘোষণার আগে ১৫২ ওভারে ৮ উইকেটে ৫৯৫ রান তোলে সফরকারীরা।টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নেমে এক ঘণ্টারও কম সময় ব্যাটিং করে টাইগাররা

Friday, January 13, 2017

বাজারে গ্যালাক্সি এস ৭ এজের নতুন সংস্করণ

গ্যালাক্সি এস ৭ এজের নতুন সংস্করণ ‘এস ৭ এজ ব্লু কোরাল’ দেশের বাজারে এনেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। স্মার্টফোনটির বিশেষ ফিচার হিসেবে রয়েছে কম আলোতে উজ্জ্বল ছবি তোলার সুবিধা।

Thursday, January 12, 2017

৪৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙল সাকিব-মুশির জুটি


নিউজিল্যান্ড দল? সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় তো দিতে হয়েছে সাব্বির রহমানকে। নিউজিল্যান্ড দল তবু মাঠে ব্যস্ত ছিল। আর সাব্বির? যেকোনো মুহূর্তে মাঠে নামতে হতে পারে বলে প্যাড-ট্যাড পরে বসে ছিলেন সেই সকাল থেকে। ৮২ ওভার ২ বল অপেক্ষা করে অবশেষে মাঠে নামার সুযোগ পেলেন সাব্বির। দিনের শেষভাগে! মুশফিকুর রহিম ১৫৯ করে আউট হওয়াতেই ভাঙল সাকিবের সঙ্গে তাঁর জুটি।
আর ততক্ষণে এই জুটি ঢুকে গেছে ইতিহাসের পাতায়। বাংলাদেশের পক্ষে যেকোনো উইকেটে এটিই এখন সর্বোচ্চ জুটি। ২০১৫ সালে খুলনা টেস্টে তামিম-ইমরুলের গড়া ৩১২ রানের জুটির রেকর্ড আজ ভেঙে দিলেন সাকিব-মুশফিক। শুধু তা-ই নয়, নিউজিল্যান্ডের মাঠে এটি সফরকারী দলগুলোর যেকোনো উইকেট জুটিতে নতুন রেকর্ড। ভাঙলেন ৪৪ বছর পুরোনো জুটির রেকর্ড।
১৯৭৩ সালে ডানেডিন টেস্টে চতুর্থ উইকেটে ৩৫০ রান যোগ করেছিলেন পাকিস্তানের আসিফ ইকবাল ও মুশতাক মোহাম্মদ। সেটিই ছিল নিউজিল্যান্ডে ভিনদেশি দলগুলোর সর্বোচ্চ জুটি। সাকিব-মুশির এই জুটির ওপরে যেকোনো দল মিলিয়েই আছে মাত্র দুটি জুটি। দুটিই নিউজিল্যান্ডে, তা বলে না দিলেও চলছে।
১৯৯১ সালে এই ওয়েলিংটনে তৃতীয় উইকেটে ৪৬৭ যোগ করেছিল ক্রো-জোন্সের জুটি। সেটি এখনো নিউজিল্যান্ডে সর্বোচ্চ জুটির রেকর্ড হয়ে আছে।
সব দেশ মিলিয়ে প্রতিপক্ষে মাটিতে পঞ্চম উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড। ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে জোহানেসবার্গ টেস্টে স্টিভ ওয়াহ আর গ্রেগ বিলওয়েট পঞ্চম উইকেটে ৩৮৫ রান এনে দিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। এরপর প্রতিপক্ষের মাঠে সাকিব-মুশির জুটিটাই পঞ্চম উইকেটের রেকর্ড।
যেকোনো উইকেটে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি রান তোলায় টেস্ট ইতিহাসে সাকিব-মুশির এই জুটি থাকল ১৪ নম্বরে। যে তালিকায় সবার ওপরে আছে ১৯৩৪ সালে ওভালে অস্ট্রেলিয়ার হয়ে বর্যান্ডম্যান-পন্সফোর্ডের ৪৫১ রানের জুটিটি।
source:prothomalo

Wednesday, January 11, 2017

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমা কমল

 হুন্ডিতে রেমিটেন্স ও সন্ত্রাসে অর্থায়ন রোধে মোবাইল ব্যাংকিং নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কমিয়ে আনা হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ক্যাশ-ইন ও ক্যাশ-আউটসহ ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে অর্থ হস্তান্তরের পরিমাণ।

ফিফটি করেই আউট তামিম

মাত্র ৪৮ বলে ফিফটি। ওয়েলিংটন টেস্টে দলকে দুর্দান্ত এক শুরু এনে দিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু ইনিংসটাকে টানতে পারলেন না বাংলাদেশের ওপেনার। ফিফটির এক বল পরেই আউট হয়ে গেলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশ করেছে ৭৩ রান।
দিনের তৃতীয় বলেই নিজের মনোভাবটা বুঝিয়ে দিলেন। ট্রেন্ট বোল্টকে মারা সেই শট দিনের প্রথম শট হওয়া উচিত নয়। বিশেষ করে যদি সেটা টেস্ট ম্যাচ হয়। স্লিপের ওপর দিয়ে মারা সেই চারের ছাপ থাকল পুরো ইনিংসে। ৫৬ রানে আউট হওয়া ইনিংসে খেলেছেন ৫০ বল। এর মাঝে ৪৪ রানই এসেছে বাউন্ডারি থেকে। তামিম ঝড়টা সবচেয়ে বেশি গিয়েছে ট্রেন্ট বোল্টের ওপর দিয়ে। বোল্টের ১৭ বলে ২৯ রান নিয়েছেন তামিম। পাল্টা জবাবে তামিমকে আউটও করেছেন বোল্ট। তবে তামিমকে ফেরাতে ডিআরএসের সুবিধা নিতে হয়েছে নিউজিল্যান্ডকে। বোল্টের বলে প্যাড এগিয়ে দিয়ে রক্ষণাত্মক শট খেলতেই জোরালো আবেদন নিউজিল্যান্ডের। রিভিউতে দেখা গেছে, তামিমের ব্যাটে লাগার আগে প্যাড ছুঁয়ে গেছে বল। ব্যস, শেষ হয়ে গেল তামিমের ছোট কিন্তু বিনোদনপূর্ণ ইনিংসটি।
বাংলাদেশি ওপেনারকে আউট করতে এর আগেই একবার একটা রিভিউ নিয়েছে নিউজিল্যান্ড। ইনিংসের ১১ তম ওভারে কলিন ডি গ্র্যান্ডহোমের বলের সেই রিভিউটিও ছিল এলবিডব্লুওর। সেবার মাঠের আম্পায়ার মারাইস ইরাসমাসের সিদ্ধান্তটাই সঠিক প্রমাণিত হয়েছিলেন।
বাংলাদেশের ইনিংসের প্রথম অংশটা পুরোটাই ছিল ‘তামিম-শো’। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তামিম যখন ফিরছেন, দলের রান তখন ৬০। এর ৫৬ রানই তামিমের! অন্য ওপেনার ইমরুল কায়েস আউট হয়েছেন ১ রানে। বৃষ্টির সম্ভাবনা, তীব্র বাতাস, ঘন সবুজ পিচ—টসে জিতে বোলিং নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে ইমরুল কায়েসের আউটের সঙ্গে উইকেট বা কন্ডিশনের কোনো সম্পর্ক ছিল না। লেগ স্টাম্পে পিচ করা একটা উঠতি বলে অযথা শট খেলতে গেলেন। বলটা গেল লং লেগে দাঁড়ানো ট্রেন্ট বোল্টের কাছে। ইনিংসের চতুর্থ ওভারেই ইমরুলের অমন বোকামির সময় বাংলাদেশের রান মাত্র ১৬।
এর মাঝেই খেলা দিনের দ্বিতীয় সেশনে গড়িয়েছে। ১২ তম ওভারে বৃষ্টি নামায় খেলা থামিয়ে দেওয়া হয়। এরপর বৃষ্টি ও মাঠ পরিচর্যার কারণে মধ্যাহ্ন বিরতির আগে মাঠে নামতে পারেনি দুই দল।
sourec.prothomalo

যৌন হেনস্থার শিকার প্রিয়াঙ্কা!


বলিউড এর আগে অভিনেত্রীদের ভক্তের হাতে শারীরিক ভাবে হেনস্থা হতে হয়েছে এবার প্রিয়াঙ্কা চোপড়ার শরীরের লজ্জাস্থানে হাত দেওয়া হল তাও আবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে প্রিয়ঙ্কার গোপনাঙ্গে চিমটি কেটে দেওয়া হল সর্বসমক্ষে

নারীরা উত্তেজক, শরীর ঢেকে রাখা ভালো

নারীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করে তোপের মুখে পড়েছেন হিন্দু মহাসভার সভাপতি তথা 'বিগবস ১০'র প্রতিযোগী স্বামী ওমজি মহারাজ।


একটি টেলিভিশন শোয়ে গিয়ে তিনি বলেন, 'নারীরা হলেন উত্তেজক। তাই ছোট স্কার্ট না পরাই ভাল। এর থেকে বোরখা পরা ভাল।'

নুসরাত ফারিয়ার অগ্নি পরীক্ষা

দীর্ঘদিন আলোচনায় থাকার পর এবার শুটিং শুরু হল আরেফিন শুভ ও নুসরাত ফারিয়া জুটির দ্বিতীয় ছবি ‘ধ্যাৎতেরিকি’র। শামীম আহমেদ রনি পরিচালিত এ ছবিটিই হচ্ছে নুসরাত ফারিয়ার অগ্নি পরীক্ষার ছবি। কারণ জিতের বাইরে ফারিয়া অভিনীত কোনো ছবিই ব্যবসায় লাভের মুখ দেখাতে পারেনি।

Tuesday, January 10, 2017

পবিত্র ফাতিহায়ে ইয়াজদাহম আজ

আজ মঙ্গলবার সুমহান বরকতপূর্ণ পবিত্র ১১ রবিউস সানী পবিত্র ফাতিহায়ে ইয়াযদহম অর্থাৎ সাইয়্যিদুল আউলিয়া হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির পবিত্র বিদায় দিবস

আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ পাকিস্তানের কারাগারে বন্দিদশা  থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন বেলা ১টা ৪০ মিনিটে তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন

Sponsor