Saturday, December 31, 2016

নতুন বইয়ের ঘ্রাণে উদ্বেলিত শিক্ষার্থীরা


বছরের প্রথম দিনে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের নতুন বই তুলে দিয়ে শুরু হয়েছে পাঠ্যপুস্তক উৎসব। নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীরা উদ্বেলিত, উচ্ছ্বসিত।
আজ রোববার সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব উদ্‌যাপিত হচ্ছে। খালি হাতে বিদ্যালয়ে গিয়ে নতুন বই নিয়ে হাসিমুখে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা।
উৎসব উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
কেন্দ্রীয়ভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় পাঠ্যপুস্তক উৎসব। তারা অবশ্য এই আয়োজনের নাম দিয়েছে ‘বই বিতরণ উৎসব’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের এই উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এই উৎসবে অংশ নেয় ঢাকা মহানগরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জাঁকজমকপূর্ণ এই উৎসবে অভিনেতা ফেরদৌস ও অভিনেত্রী মম উপস্থিত ছিলেন। উৎসবে বইপড়া নিয়ে ‘সিসিমপুর’-এর একটি পর্ব দেখানো হয়। এ ছাড়া ছিল গান ও নৃত্য পরিবেশনা।
অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয় উৎসবের আয়োজন করা হয় রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে। উৎসব উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উৎসবে রাজধানীর ৩১টি বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়। নতুন বই হাতে পেয়ে তা উঁচিয়ে ধরে উল্লাস প্রকাশ করে শিক্ষার্থীরা।
উৎসবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, নতুন বছরের নতুন দিনে এই বই শিক্ষার্থীদের জন্য উপহারস্বরূপ।
গতকাল শনিবার বই বিতরণের এই কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
http://bangla.bdnews24.com/bangladesh/article1264965.bdnews

নতুন বছরে বেশি লোকের কর্মসংস্থান হবে



শেষ হচ্ছে আরও একটি বছর এই বছরে সবচেয়ে বেশি চাহিদা ছিল সরকারি ব্যাংকের চাকরিতে ছাড়া তথ্যপ্রযুক্তি খাতের চাকরিতেও চাহিদাও ছিল বেশি
এই বছরে ঠিক কত লোকের নতুন করে কর্মসংস্থান হয়েছে, তার সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও এই খাত-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি বলছেন এই বছরে প্রত্যাশিত কর্মসংস্থান হয়নি। তবে আসছে নতুন বছরে আরও লোকের কর্মসংস্থান হবে বলে মনে করছেন তাঁরা
বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তথ্য অনুসারে বছরে সরকারি ছয়টি ব্যাংকে ২৫টি পদে প্রায় আট হাজার লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সামনের বছর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্র
তথ্যপ্রযুক্তি খাতের কর্মসংস্থান সম্পর্কে জানতে চাইলে তথ্য যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, বছর সরকারের আইসিটি ডিভিশনে বিভিন্ন মন্ত্রণালয়ে কয়েক হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। ছাড়া তথ্যপ্রযুক্তিতে বেসরকারি খাতে লক্ষাধিক লোকের চাকরি হয়েছে। ছাড়া সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণের ফলে কয়েক হাজার লোকের চাকরি হয়েছে। কল সেন্টারে এখন ৩০ হাজার মানুষ চাকরি করছেন। আগামী বছর এই খাতে আরও ২০ হাজার তরুণ-তরুণী যুক্ত হবেন। কয়েক বছরের মধ্যে এই খাত থেকে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সামনের বছরে তথ্যপ্রযুক্তি খাতে অন্তত এক থেকে দেড় লাখ তরুণের চাকরি হবে বলে মনে করেন তিনি। ছাড়া এই খাতে বাংলাদেশ রোল মডেল হবে বলে মন্তব্য করেন তিনি

মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠান গ্রো এন এক্সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মুখ্য পরামর্শক এম জুলফিকার হোসেন বলেন, বছর কর্মসংস্থানের ক্ষেত্রে দেশের সবচেয়ে প্রভাবশালী খাত ছিল পোশাকশিল্প, তথ্যপ্রযুক্তি খাত, বিভিন্ন পণ্য প্রস্তুতকারী শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি উন্নয়ন সংস্থা। এই চারটি খাত থেকে ৫০ শতাংশ কর্মসংস্থান হয়েছে। ছাড়া ওষুধশিল্প খাত, হাসপাতাল ব্যাংক খাতেও অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। আগামী বছরেও এসব খাতে কর্মসংস্থান বেশি হবে বলে মনে করেন তিনি
চাকরির ওয়েব পোর্টাল চাকরি ডটকমের হেড অব বিজনেস রিদওয়ান-উল হক বলেন, তাঁরা চাকরির বাজার নিয়ে বিশ্লেষণ করে দেখেছেন, সবচেয়ে বেশি চাকরির আবেদন জমা পড়েছে সরকারি চাকরির ক্ষেত্রে, সেটা বড় বা ছোট যেকোনো পদে। এর পরপর সরকারি বা বেসরকারি ব্যাংকে তরুণদের আগ্রহ ছিল বেশি। এসব চাকরির সামাজিক গ্রহণযোগ্যতা নিরাপত্তা ভালো বলেই তরুণেরা এই চাকরি খোঁজেন। সামনের বছরেও এসব ক্ষেত্রে আগ্রহ অব্যাহত থাকবে বলে মনে করেন তিনি। পাশাপাশি তথ্যপ্রযুক্তির বিভিন্ন চাকরি, -কমার্স, কল সেন্টার, গার্মেন্টস সেক্টর, পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান, গাড়ি, সাইকেল, মোটরসাইকেল তৈরির কারখানায় কাজের সুযোগ তৈরি হবে
চাকরির অনলাইন পোর্টাল বিডি জবসের চিফ কমার্শিয়াল অফিসার প্রকাশ রায় চৌধুরী বলেন, ২০১৬ সালে অর্থনৈতিক অগ্রগতি যেমন বেড়েছে, সে অনুপাতে চাকরির ক্ষেত্র তৈরি হয়নি। টেলিকম বা বেসরকারি ব্যাংকে সেভাবে জনবল নিয়োগ করা হয়নি। বড় বড় প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে কম। তবে সবচেয়ে বেশি লোকের নিয়োগ হয়েছে ক্ষুদ্র মাঝারি ধরনের (এসএমই) প্রতিষ্ঠানে বলে মনে করেন তিনি। যেহেতু এই বছর বিভিন্ন প্রত্যাশিত খাতে নিয়োগ হয়েছে কম, সেই ধারণা থেকে বলা যায়, সামনের বছর লোক নিয়োগের পরিমাণ বাড়বে
খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কর্মসংস্থানের একটা বড় অংশের চাকরি হয়েছে কারিগরি গার্মেন্টস সেক্টরে। এখানে স্বল্প শিক্ষিত মানুষের চাকরি হয়েছে সবচেয়ে বেশি। তবে কত জন নিয়োগ হয়েছে, সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না বলে এই খাত সম্পর্কে কোনো ধারণাও পাওয়া যায় না। ফলে এই খাতটির তথ্য অপ্রকাশিত থেকে যায়
মানবসম্পদ বিশেষজ্ঞ করপোরেট কোচের মুখ্য পরামর্শক যিশু তরফদার বলেন, এই বছরে সবচেয়ে বেশি লোকের নিয়োগ হয়েছে তথ্যপ্রযুক্তি খাতে। সামনের বছরেও এই খাতে লোক নিয়োগ হবে বেশি। তিনি আরও বলেন, যেসব তরুণ সফটওয়্যার প্রোগ্রামিংয়ে দক্ষ, তাঁদের বসে থাকতে হচ্ছে না
তবে বছর মানবসম্পদ বিষয়ে আগ্রহ বাড়ছে বলে মনে করেন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সভাপতি আইসিডিডিআরবির প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানবসম্পদ বিষয়ে পড়াচ্ছি। সেখানে দেখা যাচ্ছে, এই বিষয়ে আগ্রহ বাড়ছে। ছাড়া -সংক্রান্ত প্রশিক্ষণেও মানুষের উপস্থিতি বেশি লক্ষ করা যাচ্ছে। এখন বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগকে আরও সুসংগঠিত করছে বলে সেখানে দক্ষ জনবলের প্রয়োজন হচ্ছে। তাই বলা যাচ্ছে, এই বিষয়ে যথেষ্ট কাজের ক্ষেত্র আছে এবং তা দিন দিন বাড়ছে

ফিরে দেখা প্রযুক্তির ২০১৬


মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু কাল


আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ২০টি দেশের প্রতিষ্ঠান অংশ নেবে। সব মিলিয়ে ৫৮০টি প্যাভিলিয়ন ও স্টল থাকছে মেলায়।
মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ২০১৩-১৪ অর্থবছরের রপ্তানি ট্রফি বিজয়ী ৬৬টি প্রতিষ্ঠানকে ট্রফি ও সনদ তুলে দেবেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে মেলাটি আয়োজন করছে।
রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে আজ শনিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ইপিবির ভাইস চেয়ারম্যান মাফরূহা সুলতানা।
সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, পূর্বাচলে ৬০ বিঘা জমির ওপর স্থায়ী মেলা প্রাঙ্গণ হচ্ছে। সেটি বাস্তবায়নে চীন অর্থায়ন করবে। শিগগিরই অর্থায়নের কিছু টাকা দেবে চীন। তিন বছরের মধ্যে কাজটি সম্পন্ন হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে দাবি উঠছে শেরেবাংলা নগরে বছরে অন্তত একটি মেলা হোক। কারণ, পূর্বাচল শহরের একটু বাইরে। বিষয়টি আমরা এখনো বিবেচনা করে দেখব। আপাতত তিন বছর মেলা এখানেই (বর্তমান স্থান) হবে।’
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সাধারণ দর্শনার্থী ও ক্রেতারা মেলা প্রাঙ্গণে ঢুকতে পারবেন। বাণিজ্য মেলা ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। মেলায় একবার প্রবেশে টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ ও শিশুদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া অনলাইনে টিকিট কাটা যাবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

একটু হাত বাড়ালেই ওরা অনেক দূর যাবে



আজ প্রথম আলোর প্রথম পাতায় ছাপা হয়েছে দেবযানী ঘোষের সব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার কাহিনি। সত্যিই অনুপ্রাণিত হওয়ার মতো একটি খবর। সমাজের নানা বাধা-বিপত্তি পেরিয়ে একটি মেয়ের এভাবে এগিয়ে যাওয়া সত্যিই আমাদের মনে আশা জাগায়। লক্ষ্য ঠিক থাকলে যে তা অর্জন করা যায়, দেবযানী ঘোষ তা দেখিয়ে দিয়েছেন। ব্যাচেলরস শেষ করে একা বাইরে পড়তে গিয়েছেন। সমাজের ভ্রুকুটি ছিল। সেটা উপেক্ষা করেছেন।

এক সেকেন্ড ক্ষতিপূরণ পাচ্ছে ২০১৬!


বিদায় নিচ্ছে ২০১৬। রাত ১২টার পর পুরো পৃথিবী স্বাগত জানাবে নতুন দিনকে। তবে যাই যাই করেও যেন ২০১৬ সালটি যেতে চাচ্ছে না। তাই তাকে আরও একটি সেকেন্ড ক্ষতিপূরণ দিতে হচ্ছে বিশ্বকে। 
 পৃথিবীর ধীর গতির ঘূর্ণনের কারণে এ বছরের মোট সময়ের সঙ্গে 'লিপ সেকেন্ড' হিসেবে যোগ করা হবে এক সেকেন্ড। 
  নতুন দিনের শুরুর আগ মুহূর্তে মধ্যরাতে অতিরিক্ত এই সময় যোগ হবে। ঘড়িতে তখন ২৩.৫৯.৬০ সময় রেকর্ড করা হবে। এর ক্ষণকাল পর শুরু হবে নতুন বছরের নতুন দিন।

বিদায়ী বছরে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা

২০১৬ সালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সারা বিশ্বে আলোচিত হয়েছে। 
  
ব্রেক্সিট : ব্রেক্সিটের পূর্ণরূপ ব্রিটিশ এক্সিট। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন তথা যুক্তরাজ্যের বের হয়ে যাওয়াকে সংক্ষেপে ব্রেক্সিট বলা হয়। ২০১৬ সালের ২৩ জুন এ ব্যাপারে দেশটিতে এক গণভোট অনুষ্ঠিত হয়। এ গণভোটে ৫২ ভাগ জনগণ ইউরোপীয় ইউনিয়ন থেকে দেশটির বের হয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়। 
  
ভারতে নোট বাতিল : জাল নোট এবং কালো টাকার দৌরাত্ম্য রুখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আকস্মিকভাবে দেশটিতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল ঘোষণা করেন। জনগণকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো জমা দিয়ে সমমূল্যের অর্থ তুলতে বলা হয়। দেশজুড়ে সব ব্যাংকে বিশাল লম্বা লাইন লাগে। এটিএম মেশিনে টাকার অভাবে জন-অসন্তোষ দেখা দেয়। শুরু হয় রাজনৈতিক বিতর্ক। এ ঘটনায় মোদি বেশ বেকায়দায় পড়েছেন। 
  
জলবায়ু চুক্তি : পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিজনিত জলবায়ু পরিবর্তন এবং এর মারাত্মক বিরূপ প্রতিক্রিয়ার বিষয়টি সারাবিশ্বে বহুল আলোচিত বিষয়। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণে কার্বন নির্গমন কমানো ও পরিবেশ রক্ষার জন্য গৃহীত বেশকিছু উদ্যোগের মধ্যে জলবায়ু চুক্তি অন্যতম। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের আমন্ত্রণে জাতিসংঘের সদর দফতরে ২২ এপ্রিল ২০১৬ তারিখে একটি ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠানের প্রথম দিনেই জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কনভেনশনের ১৯৫টি সদস্য দেশের মধ্যে বাংলাদেশসহ ১৭৫টি দেশ প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষর করে, যা আন্তর্জাতিক কোনো চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে অভূতপূর্ব ঘটনা।

Thursday, December 29, 2016

আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ইরান




ইরান এস-২০০ নামের একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাতে সক্ষম হয়েছে ইরানের সেনাবাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি অংশগ্রহণে বেলায়েত আকাশ প্রহরী- নামের সামরিক মহড়ার শেষ দিনে বুধবার ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয় তবে অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রের পাল্লা কত কিলোমিটার এবং এর বৈশিষ্ট্য কী সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি খবর কলকাতানিউজ টোয়েন্টিফোর সেভেন এর
অপরদিকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে ইরানের সেনাবাহিনী এবং আইআরজিসি কমান্ডাররা দেশটির বুশেহর শহরে জড়ো হন। মহড়ার শেষ দিনে কল্পিত শত্রুর বিমানের বিরুদ্ধে ইরানি সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মহড়ায় কল্পিত শত্রুর হানাদার ড্রোনবহরকে মহড়ার জন্য নির্ধারিত আকাশসীমা লঙ্ঘনের এক সেকেন্ডের মধ্যেই দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়ে।
এদিকে, বিদেশী বিমানকে মহড়া এলাকা এড়িয়ে চলার জন্য কয়েকবার সতর্ক করতে হয়। এর মধ্যে মার্কিন ড্রোন গোয়েন্দা বিমানকে কয়েকবার সতর্ক করা হয়।
বিডি-প্রতিদিন/ ৩০ ডিসেম্বর, ২০১৬/

Sponsor