খেলা

টাইগারদের পরাজয়কে দুর্ভাগ্যজনক বললেন উইলিয়ামসন

 


প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সামনে ৫৯৫ রানের পাহাড় দাঁড় করিয়েও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার কারণে হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মতো বাউন্সি উইকেটে সাকিব-মুশফিকদের দৃঢ়তায় প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছিল টাইগাররা। কিন্তু দ্বিতীয় ইনিংসে আর প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। ফলে প্রথম টেস্ট ৭ উইকেটে হেরে পিছিয়ে গেল সফরকারীরা। প্রথম টেস্টটি বাংলাদেশের জন্য ঘটনাবহুল। কেননা একের পর এক ব্যাটসম্যনরা ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। প্রথম ইনিংসেই ইনজুরিতে পড়েন মুশফিকুর রহিম। এতে উইকেটের পেছনে দাঁড়ান ইমরুল কায়েস। দ্বিতীয় ইনিংসে এসে তিনিও ইনজুরিতে পড়েন। আর দল বিপদে থাকায় আহতাবস্থায় মাঠে নামেন মুশফিক। কিন্তু কিউই পেসারদের শর্ট বল মোকাবেলা করতে হিমশিম খান তিনি। কেননা তার বৃদ্ধাঙ্গুলিতে হালকা চিড় দেখা দিয়েছিল। তবুও শক্ত হাতে লড়াই করছিলেন মুশফিক। কিন্তু টিম সাউদির একটা বাউন্সার মাথায় লাগলে মাটিতে লুটিয়ে পড়েন এ ডান-হাতি ব্যাটসম্যান। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। মুশফিক মাটিতে পরে গেলে সবার মাঝে উৎকণ্ঠা বিরাজ করে। কেননা এমনই এক বাউন্সারে আঘাত পেয়ে পৃথিবী থেকে বিদায় নেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিলিপ হিউজ। তবে মুশফিক এখন সুস্থ রয়েছেন। মুশফিক আহত হয়ে মাঠ ছাড়লে খোঁড়াতে খোঁড়াতে মাঠে প্রবেশ করেন ওপেনার ইমরুল কায়েস। তিনি ভালোভাবে দাঁড়াতেও পারছিলেন না। তবুও টাইহগাররা হার মানতে নারাজ সেটা প্রমাণ করেছেন ইমরুল। আহতাবস্থায় ব্যাট হাতে কিউই পেস মোকাবেল করতে থাকেন। কিন্তু তাকে সঙ্গ দেয়ার কেউ না থাকায় ১৬০ রানে শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। আর নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২১৭ রানের। যা হেসে খেলেই স্কোরবোর্ডে জমা করে নিউজিল্যান্ড। ইমরুলের ইনজুরির কারণে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করেন সাব্বির রহমান। জয়ের পর বাংলাদেশের এমন হারের পেছনে ইনজুরিকে দায়ী করলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। সংবাদ সম্মেলনে উইলিয়ামসন বলেন, বৈরি পরিবেশেও বাংলাদেশ দারুণ খেলেছে। তবে ইনজুরির কারণেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। এটা সত্যিই দুর্ভাগ্যজনক।



পাকিস্তান জিতলেই আটে নেমে যাবে বাংলাদেশ


পাকিস্তানকে হারিয়েই র‍্যাঙ্কিংয়ের আটে উঠে এসেছিল বাংলাদেশ। তারপর তো আরও একধাপ এগিয়ে উঠে গেল র‍্যাঙ্কিংয়ের সাতে। তাও প্রায় দেড় বছর আগের ঘটনা। এবার বাংলাদেশকে আটে নামিয়ে সাতে উঠে যেতে পারে পাকিস্তান। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে জিতলে পাকিস্তানের রেটিং পয়েন্ট হবে ৯২, বাংলাদেশের চেয়ে তাদের পয়েন্ট হয়ে যাবে ১ বেশি।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের সঙ্গে রেটিং ব্যবধান কমিয়ে এনেছিল পাকিস্তান। বাংলাদেশের রেটিং ৯১, পাকিস্তানের ৯০। ১২ বছর পর অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারানোর পর রেটিং পয়েন্টও বেড়েছে তাদের। অস্ট্রেলিয়া পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় পাকিস্তানের সুবিধা হলো, জিতলে পয়েন্ট​ বেশ বাড়ে, হারলে ততটা কমে না। তাই সিরিজের তৃতীয় ওয়ানডেতে তারা হেরে গেলেও যেমন রেটিং পয়েন্ট থাকবে ৯০-ই। 
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৩-০তে হারার ফলে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। 
এ বছর ৩০ সেপ্টেম্বর তারিখে র‍্যাঙ্কিংয়ের আটে থাকা দলগুলো সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
source:prothomalo.com

No comments:

Post a Comment

Sponsor