Sunday, January 15, 2017

এভাবেও হারা যায়!

লেখা হলো এমন আরও কিছু রেকর্ড। সাকিব আল হাসান সপ্তম ব্যাটসম্যান হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি শূন্য পেয়েছেন। বছর পর নিউজিল্যান্ড ২০০ রানের বেশি লক্ষ্য তাড়া করে জিতল।
নিউজিল্যান্ডের সর্বশেষ দুই বা এর চেয়ে রান তাড়ার ঘটনাটিও ছিল বাংলাদেশের বিপক্ষে!
তবে বাংলাদেশকে সবচেয়ে কষ্ট দেবে প্রথম ইনিংসে ৫৯৫ রান করে ইনিংস ঘোষণা করেও হারের লজ্জা। টেস্টে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি রান করে হারের রেকর্ডটি ১২২ বছরের পুরোনো। ১৮৯৪ সালে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮৬ রান করেও হেরেছিল অস্ট্রেলিয়া। কিন্তু তখন ছিলটাইমলেসটেস্টের যুগ, দিন ধরে চলেছিল সে টেস্ট। পাঁচ দিনের টেস্টে সবচেয়ে বড় প্রথম ইনিংসে হারের রেকর্ডটি ছিল পাকিস্তানের। মেলবোর্নে ৫৭৪ রান করে ইনিংস ঘোষণা করে সে ম্যাচে পাকিস্তান হেরেছিল ৯২ রানে। ১৯৭২-৭৩ সাল থেকে ঘাড়ে চেপে বসা সে লজ্জা আজ কাটিয়ে ফেলল পাকিস্তান।
কিন্তু বাংলাদেশের লজ্জাটা কাটানোর দায়িত্ব কে নেবে?
Source : prothomalo

No comments:

Post a Comment

Sponsor