Tuesday, January 3, 2017

দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে


গুলশান-১ নম্বরের ডিসিসি বা ডিএনসিসি মার্কেটে ধসে পড়া কাঁচাবাজার অংশের দোকানগুলোতে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তবে এখন আগুন নিয়ন্ত্রণে আছে। আর যাতে ছড়িয়ে না পড়ে, সে ব্যবস্থা করা হয়েছে।

মার্কেটের ভেতর থেকে বেরিয়ে এসে মিরপুর ১০ নম্বর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভাইস ​প্রিন্সিপাল এ বি এম ফেরদৌস সাংবাদিকদের এসব তথ্য জানান। আগুন নেভাতে এত সময় লাগার বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
ফেরদৌস বলেন, এ ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের প্রয়োজনীয়সংখ্যক ইউনিট এখনো কাজ করছে। তারা রাত থেকে সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়েছিল।
এদিকে অগ্নিকাণ্ডের সূত্রপাতের প্রায় ১৫ ঘণ্টা পরও আগুন না নেভায় দোকানদারদের মধ্য তীব্র ক্ষোভ দেখা গেছে। নাজিমুদ্দিন নামের একজন ব্যবসায়ী বলেন, ‘বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। ঢাকার প্রাণকেন্দ্র হচ্ছে গুলশান। সেই গুলশানের মতো জায়গায় ১৫ ঘণ্টায় আগুন নেভাতে পারছে না, এটা কেমন ডিজিটাল আর উন্নত বাংলাদেশ।’

No comments:

Post a Comment

Sponsor