Sunday, March 5, 2017

আনুশকা-নিল আর্মস্ট্রং এক সাথে চাঁদে গিয়েছিলেন!

১৯৬৯ সালে নিল আর্মস্ট্রং পা রাখলেন চাঁদের মাটিতে পুঁতে দিলেন আমেরিকার পতাকা ঐতিহাসিক এই ঘটনার কথা নিশ্চয়ই জানেন কিন্তু ভুল জানেন আপনি
নিল আর্মস্ট্রং একা নন তাঁর সঙ্গে সেই মুহূর্তে চাঁদের মাটিতে হাজির ছিলেন আনুশকা শর্মাও!
অবাক হচ্ছেন তো? কিন্তু এটাই সত্যি। তার প্রমাণ হিসেবে একটি ছবিও রয়েছে। তবে বলা ভাল আনুশকারূপীশশীসেদিন ছিলেন আর্মস্ট্রংয়ের সঙ্গে। গুলিয়ে যাচ্ছে তো? তাহলে বিষয়টা একটু খুলে বলা যাক।
আনুশকার আসন্ন ছবিফিলাউরিতে তাঁর চরিত্রের নাম শশী। শশী এখানে একজন ভূত। সে কারণেই সেদিন আর্মস্ট্রংয়ের সঙ্গে চাঁদের মাটিতে হাজির থাকতে পেরেছিলেন শশী।শশী ওয়াজ দেয়ার’- এমনই একটি হ্যাশট্যাগ দিয়ে একটি ছবি আনুশকা শেয়ার করেছেন সোশ্যাল ওয়ালে। যেখানে দেখা যাচ্ছে নিল আর্মস্ট্রংয়ের পাশে দাঁড়িয়ে রয়েছেনশশী ঠিক যেমন এর আগে অস্কারের মঞ্চে উপস্থিত না থেকেও শশীর উপস্থিতির জানান দিয়েছিলেন আনুশকা। হলো ছবির প্রচার। তাকেই কোন ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়া যায় তাই দেখাল টিমফিলাউরি সূত্র: আনন্দবাজার।

১৯৬৯ সালে নিল আর্মস্ট্রং পা রাখলেন চাঁদের মাটিতে। পুঁতে দিলেন আমেরিকার পতাকা। ঐতিহাসিক এই ঘটনার কথা নিশ্চয়ই জানেন। কিন্তু ভুল জানেন আপনি। নিল আর্মস্ট্রং একা নন। তাঁর সঙ্গে সেই মুহূর্তে চাঁদের মাটিতে হাজির ছিলেন আনুশকা শর্মাও!
অবাক হচ্ছেন তো? কিন্তু এটাই সত্যি। তার প্রমাণ হিসেবে একটি ছবিও রয়েছে। তবে বলা ভাল আনুশকারূপী ‘শশী’ সেদিন ছিলেন আর্মস্ট্রংয়ের সঙ্গে। গুলিয়ে যাচ্ছে তো? তাহলে বিষয়টা একটু খুলে বলা যাক।
আনুশকার আসন্ন ছবি ‘ফিলাউরি’তে তাঁর চরিত্রের নাম শশী। শশী এখানে একজন ভূত। সে কারণেই সেদিন আর্মস্ট্রংয়ের সঙ্গে চাঁদের মাটিতে হাজির থাকতে পেরেছিলেন শশী। ‘শশী ওয়াজ দেয়ার’- এমনই একটি হ্যাশট্যাগ দিয়ে একটি ছবি আনুশকা শেয়ার করেছেন সোশ্যাল ওয়ালে। যেখানে দেখা যাচ্ছে নিল আর্মস্ট্রংয়ের পাশে দাঁড়িয়ে রয়েছেন ‘শশী’। ঠিক যেমন এর আগে অস্কারের মঞ্চে উপস্থিত না থেকেও শশীর উপস্থিতির জানান দিয়েছিলেন আনুশকা। এ হলো ছবির প্রচার। তাকেই কোন ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়া যায় তাই দেখাল টিম ‘ফিলাউরি’। সূত্র: আনন্দবাজার।
- See more at: http://www.bd-pratidin.com/entertainment/2017/03/06/213049#sthash.wax6w1Vp.dpuf
১৯৬৯ সালে নিল আর্মস্ট্রং পা রাখলেন চাঁদের মাটিতে। পুঁতে দিলেন আমেরিকার পতাকা। ঐতিহাসিক এই ঘটনার কথা নিশ্চয়ই জানেন। কিন্তু ভুল জানেন আপনি। নিল আর্মস্ট্রং একা নন। তাঁর সঙ্গে সেই মুহূর্তে চাঁদের মাটিতে হাজির ছিলেন আনুশকা শর্মাও!
অবাক হচ্ছেন তো? কিন্তু এটাই সত্যি। তার প্রমাণ হিসেবে একটি ছবিও রয়েছে। তবে বলা ভাল আনুশকারূপী ‘শশী’ সেদিন ছিলেন আর্মস্ট্রংয়ের সঙ্গে। গুলিয়ে যাচ্ছে তো? তাহলে বিষয়টা একটু খুলে বলা যাক।
আনুশকার আসন্ন ছবি ‘ফিলাউরি’তে তাঁর চরিত্রের নাম শশী। শশী এখানে একজন ভূত। সে কারণেই সেদিন আর্মস্ট্রংয়ের সঙ্গে চাঁদের মাটিতে হাজির থাকতে পেরেছিলেন শশী। ‘শশী ওয়াজ দেয়ার’- এমনই একটি হ্যাশট্যাগ দিয়ে একটি ছবি আনুশকা শেয়ার করেছেন সোশ্যাল ওয়ালে। যেখানে দেখা যাচ্ছে নিল আর্মস্ট্রংয়ের পাশে দাঁড়িয়ে রয়েছেন ‘শশী’। ঠিক যেমন এর আগে অস্কারের মঞ্চে উপস্থিত না থেকেও শশীর উপস্থিতির জানান দিয়েছিলেন আনুশকা। এ হলো ছবির প্রচার। তাকেই কোন ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়া যায় তাই দেখাল টিম ‘ফিলাউরি’। সূত্র: আনন্দবাজার।
- See more at: http://www.bd-pratidin.com/entertainment/2017/03/06/213049#sthash.wax6w1Vp.dpuf
১৯৬৯ সালে নিল আর্মস্ট্রং পা রাখলেন চাঁদের মাটিতে পুঁতে দিলেন আমেরিকার পতাকা ঐতিহাসিক এই ঘটনার কথা নিশ্চয়ই জানেন কিন্তু ভুল জানেন আপনি নিল আর্মস্ট্রং একা নন তাঁর সঙ্গে সেই মুহূর্তে চাঁদের মাটিতে হাজির ছিলেন আনুশকা শর্মাও!
অবাক হচ্ছেন তো? কিন্তু এটাই সত্যি। তার প্রমাণ হিসেবে একটি ছবিও রয়েছে। তবে বলা ভাল আনুশকারূপীশশীসেদিন ছিলেন আর্মস্ট্রংয়ের সঙ্গে। গুলিয়ে যাচ্ছে তো? তাহলে বিষয়টা একটু খুলে বলা যাক।
আনুশকার আসন্ন ছবিফিলাউরিতে তাঁর চরিত্রের নাম শশী। শশী এখানে একজন ভূত। সে কারণেই সেদিন আর্মস্ট্রংয়ের সঙ্গে চাঁদের মাটিতে হাজির থাকতে পেরেছিলেন শশী।শশী ওয়াজ দেয়ার’- এমনই একটি হ্যাশট্যাগ দিয়ে একটি ছবি আনুশকা শেয়ার করেছেন সোশ্যাল ওয়ালে। যেখানে দেখা যাচ্ছে নিল আর্মস্ট্রংয়ের পাশে দাঁড়িয়ে রয়েছেনশশী ঠিক যেমন এর আগে অস্কারের মঞ্চে উপস্থিত না থেকেও শশীর উপস্থিতির জানান দিয়েছিলেন আনুশকা। হলো ছবির প্রচার। তাকেই কোন ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়া যায় তাই দেখাল টিমফিলাউরি সূত্র: আনন্দবাজার।

No comments:

Post a Comment

Sponsor