Friday, March 3, 2017

হেডফোনেই ব্যক্তিগত সহকারী

শাহবাগের মোড়ে দাঁড়িয়ে কেউ যদি আপন মনে বলে, নীলক্ষেতের রাস্তা কোন দিকে? তবে তাকে পাগল ভাববেন না। সে আসলে প্রশ্ন করছে তার ব্যক্তিগত সহকারীকে। না, সেই সহকারী কোনো পোষা ভূত নয়, তার ডিজিটাল ব্যক্তিগত সহকারী হলো প্রযুক্তি। প্রযুক্তির কল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি ভার্চ্যুয়াল সহকারী সব সময় আপনার সঙ্গেই রয়েছে, আপনার স্মার্টফোনে। আর কৃত্রিম বুদ্ধিমত্তার এই সহকারীকে এক ধাপ এগিয়ে নিতে যাচ্ছে প্রযুক্তি পণ্যনির্মাতা প্রতিষ্ঠান সনি।
সম্প্রতি সনি তাদের ‘এক্সপেরিয়া ইয়ার’-এর নতুন সংস্করণের ধারণা প্রকাশ করেছে। তারহীন এক্সপেরিয়া ইয়ারের নতুন এই সংস্করণে আগে থেকেই গুগল অ্যাসিস্ট্যান্ট ইনস্টল করা থাকবে। রয়েছে আঙুলের স্পর্শ, কণ্ঠস্বর ও মাথার নাড়াচাড়ার সংকেতে কাজের নির্দেশনা দেওয়ার সুবিধা। তবে এক্সপেরিয়া ইয়ারের নতুন সংস্করণের নতুনত্বটা রয়েছে এর অডিও আউটপুট পদ্ধতিতে। দেখতে অনেকটা সাধারণ ব্লুটুথ ইয়ারপিসের মতোই। তবে নতুন এক্সপেরিয়া ইয়ার কানের সঙ্গে যুক্ত থাকবে এবং অডিও আউটপুটের অংশটি কিছুটা আংটার মতো দেখতে। কানের হাড়কেই শব্দতরঙ্গ প্রবাহের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে এই ইয়ারপিসে। এ ছাড়া আংটাকৃতির হওয়ায় কানের ফুটো মুক্ত থাকছে। ফলে সাধারণ ব্লুটুথ ইয়ারফোনের স্পিকার দ্বারা মস্তিষ্কের দীর্ঘমেয়াদি ক্ষতি সাধন রোধ করা যাবে বলে আশা সনির প্রযুক্তি বিশেষজ্ঞদের।
এক্সপেরিয়া ইয়ারের বিশেষত্ব হচ্ছে এক বোতামে চেপে অথবা মাথা নাড়াচাড়ার সংকেতের মাধ্যমে যেকোনো মুহূর্তে কথোপকথন শুরু করার সুবিধা। এ ছাড়া চূড়ান্ত পণ্য হিসেবে বাজারে আসা ইয়ারপিসগুলো আরও নমনীয় হবে বলে জানিয়েছে সনি।

No comments:

Post a Comment

Sponsor