Wednesday, March 8, 2017

সৌম্যর পর ফিরে গেলেন সাকিব

গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ তবে সকালের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের গতকালের ৬৬ রানের সঙ্গে আরও রান যোগ করে এদিন সাজঘরে ফিরে গেছেন সৌম্য সরকার
এরপর টি-টোয়েন্টি খেলতে থাকা সাকিব আল হাসানও বেশি দূর যেতে পারেননি ১৯ বলে ব্যক্তিগত ২০ রান করে ফিরে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার রিপোর্ট লেখা পর্যন্ত  ৫৬. ওভার শেষে উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ ১০ রানে মুশফিকুর রহিম এবং ০৬ রান নিয়ে ব্যাট করছেন মাহমুদুল্লাহ রিয়াদ
দ্বিতীয় দিন তামিম ইকবালের সঙ্গে রেকর্ড জুটি গড়া সৌম্য তৃতীয় দিনের শুরুতে সুরাঙ্গা লাকমালের বলে ব্যক্তিগত ৭১ রানে বিদায় নেন তিনি। ১৩৭ বল খেলা বাঁহাতি ব্যাটসম্যান আটটি চার একটি ছক্কা মেরেছিলেন।
যদিও লঙ্কানদের ৪৯৪ রানর জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। অবিচ্ছিন্ন ওপেনিং জুটিতে  স্কোরবোর্ডে ১১৮ রান যোগ করেন তামিম ইকবাল সৌম্য সরকার। তবে দারুণ খেলতে থাকা তামিম এক শিশুতোশ রান আউটে সাজঘরে ফেরেন। ১১২ বলে চারের সাহায্যে ৫৭ রান করেন টাইগার এই ড্যাশিং ওপেনার। এরপর মুমিনুল হক ব্যাটিংয়ে আসলেও থিতু হতে পারেননি। ব্যক্তিগত রান করে এলবিডব্লিউর শিকার হন টাইগার এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।  
এর আগে, কুশল মেন্ডিসের ১৯৪, অ্যাসেলা গুনারত্নের ৮৫ এবং নিরোশান ডিকওয়েলার ৭৫ রানের ওপর ভর করে সব কয়টি উইকেট  হারিয়ে ৪৯৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ চারটি এবং মুস্তাফিজুর রহমান দুটি উইকেট লাভ করেন। একটি করে নেন তাসকিন আহমেদ, শুভাশিস রায় সাকিব।  
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৭/মাহবুব

No comments:

Post a Comment

Sponsor