Friday, February 24, 2017

সাকিবের বলে-ব্যাটে পেশোয়ারের জয়

সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে লাহোর কালান্দার্সের বিপক্ষে ১৭ রানের জয় পেয়েছে পেশোয়ার জালমি।
 
পাকিস্তান সুপার লিগ-পিএসএলের ১৬তম ম্যাচে শুক্রবার সন্ধ্যায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পেশোয়ার জালমি। 
 
কামরান আকমল এবং সাকিব আল হাসানের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করে তামিম ইকবালের দল।
 
দলের পক্ষে কামরান আকমল ৪০ বলে ৫৮ এবং সাকিব আল হাসান ২৪ বলে ৩০ রান করেন। এছাড়া শেষ দিকে ড্যারেন স্যামি ৮ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।
 
ব্যাট হাতে ওপেনার তামিম ইকবাল ব্যর্থ হলেও ১৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেয় তার দল। তামিম করেন মাত্র ৫ রান।
 
লাহোরের হয়ে ইয়াসির শাহ ২টি এবং সোহেল তানভীর, আমির ইয়ামিন ও সুনিল নারিন ১টি করে উইকেট লাভ করেন।
 
এরপর ১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৩ রান সংগ্রহ করতেই ৬ উইকেট হারায় লাহোর। এরপর লোয়ার অর্ডার সুনিল নারিনের ২১, আমির ইয়ামিনের ২৫, সোহেল তানভীরের ৩৬ আর ইয়াসির শাহের ২২ রানে ভর করে জয়ের স্বপ্নও দেখতে থাকে লাহোর। 
 
শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি তারা। ৯ উইকেটে ১৪৯ রানে শেষ হয় লাহোরের ইনিংস। 
 
সাকিব আল হাসান ২ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট লাভ করেন। এর মধ্যে তিনি ব্যক্তিগত প্রথম ওভারে কোনো রান না দিয়েই ওমর আকমল আর গ্রান্ট ইলিয়টের উইকেট তুলে নেন।
 
বল ও ব্যাট হাতে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সাকিব আল হাসান।

No comments:

Post a Comment

Sponsor