Wednesday, February 8, 2017

উইকেটের অপেক্ষায় টাইগাররা

মুশফিকুর রহিমের নেতৃত্বে সফরকারী বাংলাদেশ ফিল্ডিং করছে। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর এই প্রথম ভারতের মাটিতে সাদা পোশাকে নেমেছে টাইগাররা। নিজেদের মাটিতে ঐতিহাসিক টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

এ রিপোর্ট লেখা অবধি ভারত ২০ ওভার শেষে এক উইকেট হারিয়ে তুলেছে ৬৯ রান। উইকেটে আছেন মুরালি বিজয় (৩৬) এবং চেতশ্বর পুজারা (৩১)।
ভারতের হয়ে ব্যাটিংয়ের উদ্বোধন করতে নামেন মুরালি বিজয় এবং লোকেশ রাহুল। প্রথম ওভারে বাংলাদেশের হয়ে বোলিংয়ে আসেন তাসকিন আহমেদ। আর নিজের প্রথম ওভারেই লোকেশ রাহুলকে বোল্ড করে সাজঘরে পাঠান টাইগার এই পেসার। প্রথম ওভারের চতুর্থ বলে বোল্ড হওয়ার আগে ব্যক্তিগত দুই রান করেন লোকেশ রাহুল। দলীয় ২ রানের মাথায় ভারতের প্রথম উইকেটের পতন ঘটে।
দলীয় ৬৮ রানের মাথায় সহজ রান আউটের সুযোগ নষ্ট করেন মেহেদি হাসান মিরাজ। রান নিতে গিয়ে মুরালি বিজয় আর চেতশ্বর পুজারার ভুল বোঝাবুঝিতে একপ্রান্তে ছিলেন দুই ব্যাটসম্যান। ফিল্ডারের হাত ঘুরে হাতে বল জমা হলেও স্ট্যাম্প ভাঙতে পারেননি টাইগার স্পিনার মিরাজ। বেঁচে যান বিজয়।

No comments:

Post a Comment

Sponsor