Friday, February 10, 2017

কেমন হচ্ছে অ্যাপলের নতুন ক্যাম্পাস?

গোলাকার স্পেসশিপ বা মহাকাশযানের মতো নকশায় প্রধান কার্যালয় তৈরি করছে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। চলতি বছর থেকেই নতুন কার্যালয়ে কার্যক্রম শুরুর কথা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটির।
২০১৩ সালে নির্মাণকাজ শুরু হয়ে ২০১৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। কারণ, অ্যাপল সবকিছু ‘নিখুঁত’ করতে চেয়েছে। কোথাও রাখতে চায়নি সূক্ষ্মতম ত্রুটিও। ‘নিখুঁত’ ভবন নির্মাণকাজে বাড়তি সময় লেগেছে কর্মীদের। ৭ ফেব্রুয়ারি স্টিভ জবসের ‘অ্যাপল ক্যাম্পাস ২’ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে তৈরি হচ্ছে অ্যাপলের দ্বিতীয় ক্যাম্পাসটি। এক নজরে দেখে নিন ক্যাম্পাসটির কিছু তথ্য:
*১৭৬ একর ক্যাম্পাস এলাকা
*অফিসের জায়গার জন্য বরাদ্দ ২৮ লাখ বর্গফুট
*সাইট এলাকায় পৃথক গবেষণা ও উন্নয়ন কেন্দ্র
*এক লাখ বর্গফুট ফিটনেস সেন্টার
*আন্ডারগ্রাউন্ডে এক হাজার সিটের অ্যাপল থিয়েটার অডিটোরিয়াম
*শতভাগ নবায়নযোগ্য শক্তি ব্যবহার
*ফসটার্স প্লাস পার্টনার্স থেকে প্রকল্প নির্মাতা নিয়োগ
*২০১৭ সালে কার্যালয় চালু
*খরচ ৫০০ কোটি মার্কিন ডলার

No comments:

Post a Comment

Sponsor