Wednesday, April 5, 2017

দুই মাস শুয়ে থাকলেই ১৮ লাখ টাকা

কথায় আছে, 'পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠী' তবে এবার শুধু বিছানায় শুয়ে থাকলেই পাওয়া যাবে প্রায় ১৮ লাখ টাকা টানা দুই মাস শুধু সোজা হয়ে শুয়ে থাকলেই এই টাকা মিলবে  

সম্প্রতি ফ্রান্সের মহাকাশ গবেষণা কেন্দ্র বিজ্ঞাপন দিয়ে শক্তপোক্ত চেহারার ২০ থেকে ৪৫ বছর বয়সী পুরুষের খোঁজ করছে যাকে একটানা বিছানায় শুয়ে থাকতে হবে দুই মাস। পরীক্ষাটির জন্য মোট ২৪ জনকে বাছাই করা হবে বলে জানিয়েছে গবেষণা সংস্থাটি।
আসলে, ইন্টারন্যাশানাল স্পেস স্টেশনে মানুষের 'ওয়েটলেসনেস'-এর প্রভাব সম্পর্কে একটি পরীক্ষা করতে চাইছে ফরাসী মহাকাশ গবেষণা কেন্দ্র, আর সেজন্যই এই আয়োজন। তবে সংস্থার পক্ষ থেকে আগাম সতর্কতা হিসেবে জানিয়ে দেওয়া হয়েছে, যেসব ব্যক্তিরা স্বেচ্ছায় নিজেদের এই গবেষণার অংশ নিতে চাইবেন তাদের 'মাসেল লস', 'হাড়ের ঘনত্ব কমে যাওয়া' এবং 'উঠে দাঁড়াতে সমস্যা' মতো অসুখের সম্মুখীন হওয়ার সম্ভবনা রয়েছে।

No comments:

Post a Comment

Sponsor